মার্কিন নির্বাচনে জয়ের পর ট্রাম্পবিরোধী যে বিক্ষোভ শুরু হয়েছে তা আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন স্থাপনার সামনে জড়ো হয়ে বিক্ষোভ চালাছে ট্রাম্প বিরোধীরা।
বৃহস্পতিবার দুপুরে ২শ’রও বেশি ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার এলাকা থেকে ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। ট্রাম্পের মালিকানাধীন ভবন ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করেছেন প্রায় ৫ হাজার মানুষ। এরমধ্যে হিলারির সমর্থক এবং পপ তারকা লেডি গাগাও ছিলেন।
অকল্যান্ড পুলিশের জানায়, বুধবার সন্ধ্যা থেকে একটি বড় দল ক’টি ছোট ছোট দলে ভাগ হয়ে বেশ কিছু জায়গায় ভাঙচুর শুরু করে। বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার প্রায় ৪০টি জায়গায় লাগানো আগুন নেভান জরুরি কর্মীরা। বিশৃঙ্খলা তৈরি, পুলিশ কর্মকর্তাদের হয়রানি, বেআইনি কর্মকাণ্ড সংঘটিত করা ও আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়।
শিক্ষার্থীরাও বিক্ষোভে সামিল হয়েছেন। বুধবার বার্কেলি হাইস্কুলের ১৫০০ শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে আসেন। সান ফ্রান্সিসকোতে ১ হাজারেরও বেশি শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে বিক্ষোভে সামিল হয়।
No comments: