প্রেসিডেন্ট নির্বাচনে দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবর আসছে, আর এর সঙ্গে সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে চলছে ট্রাম্প সমর্থকদের উল্লাস-চিৎকার। সবার মুখে এখন একটাই স্লোগান, ‘লক হার আপ’ (হিলারিকে জেলে ভরো)।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা না হলেও বেসরকারিভাবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ট্রাম্পই জিততে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এই ফল আসার সঙ্গে সঙ্গে ম্যানহাটনের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ৫৫ নম্বর স্ট্রিটের হিলটন হোটেলের সামনে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নির্বাচনের ফলাফল পরবর্তী আয়োজন এই হোটেলের সামনেই হবে।
জড়ো হওয়া সমর্থকদের কারও হাতে ‘ট্রাম্প’র নাম ও ছবি আঁকা পতাকা, কারও হাতে রিপাবলিকান দলের পতাকা, কারও হাতে বন্দুকের (গান) ছবি আঁকা ব্যানার দেখা যায়। আবারও কারও কারও হাতে থাকা ব্যানার-ফেস্টুনে ‘লায়ার হিলারি’ (মিথ্যাবাদী হিলারি), ‘ক্রুক হিলারি’ (ষড়যন্ত্রী হিলারি) স্লোগানও দেখা যায়।
রিপাবলিকান এই কর্মী-সমর্থকরা যেমন স্লোগান দিচ্ছেন ‘লক হার আপ’, তেমনি স্লোগান দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধেও। আগামী ২০ জানুয়ারি ওবামার শেষ দিন বলেও স্লোগান দিচ্ছেন তারা।
এখন সংবাদকর্মীদেরও ভিড় লেগে গেছে হিলটন হোটেলের সামনে।
এখানে জড়ো হওয়া এক ট্রাম্প সমর্থকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, “আমরা খুব খুশি, ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন বলে। এ নির্বাচনে হিলারির ভরাডুবির পেছনে বারাক ওবামা সরকারের দুর্নীতি দায়ী।”
ওই সমর্থক বলেন, “ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে আগামী ৪ বছরে আমেরিকাকে আবারও গ্রেট করে তুলবেন।” মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অনেক সমস্যাই আছে, এসব সমস্যার সমাধান করতে হবে।”
এদিকে, হিলটন হোটেলের সামনে যেমন কর্মী-সমর্থকদের ভিড় লেগেছে, তেমনি এখানে জড়ো হয়েছেন ট্রাম্পের ছবি ও নামে আঁকা টি-শার্ট এবং ক্যাপ বিক্রেতারাও। তাদের চোখে-মুখেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের পাশাপাশি ম্যানহাটনের ৬ নম্বর অ্যাভিনিউসহ পুরো নিউইয়র্কজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য উল্লাস-উচ্ছ্বাসেও রাখা হচ্ছে নজরদারি।
স্থানীয় সময় রাত দেড়টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) পর্যন্ত সবগুলো ইলেক্টোরাল কলেজের ফল না এলেও যা এসেছে, তাতে প্রেসিডেন্ট হতে মাত্র ৬ ভোট দূরে ট্রাম্প, বিপরীতে হিলারির লাগবে ৫৫ ভোট। সেজন্য ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ধরে নিয়ে বিজয় ৠালির প্রস্তুতি নিচ্ছেন রিপাবলিকান প্রচারণা শিবিরের সংগঠকেরা।
No comments: