এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, এ মাসের ৪ তারিখ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আশুলিয়ার তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্যারা শিক্ষিকার ওই এলাকার ভাড়াকৃত একটি কক্ষে কৌশলে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষন করে স্থানীয় তৈয়বপুর এলাকার আসকর আলী দেওয়ানের ছেলে নাজমুল আলম দেওয়ান ও অপূর্ব দাস ওরফে অপু (৩০)। এ ঘটনায় থানায় দুই জনকে আসামী করে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আসামীদের মধ্যে নাজমুল কে আটক করা হয়েছে। অপূর্ব দাসকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল দুপুরে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতা ওই শিক্ষিকাকে পরীক্ষার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।







No comments: