জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চালানোর সব প্রস্তুতি চলছে।এরই মধ্য ঘটনাস্থলে এসে পৌঁছেছে র্যাব, সোয়াট, ফায়ারব্রিগেটের সদস্যরা। রাজধানীর দক্ষিণখানে রাত থেকেই আস্তানাটি ঘিরে রেখেছেন পুলিশের সদস্যরা।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানিয়েছেন, এটি নব্য জেএমবির একটি আস্তানা। ভেতরে নারী-শিশু রয়েছে বলেই অনেকটা নিশ্চিত হয়েছেন তারা। সে কারণেই সব ধরনের প্রস্তুতি নিয়ে অভিযান চালানো হবে।রাত থেকেই বাড়িটি পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন।
মনিরুল ইসলাম সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, ভেতরে যোগাযোগ স্থাপন করেই তারা জেনেছেন যে ভেতরে যারা রয়েছেন তারা নব্য জেএমবির সদস্য। তাদের আত্মসমর্পনের জন্য বলা হয়েছে। তবে সকাল পৌনে নয়টা পর্যন্ত তারা সে বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তবে পুলিশের আরেকজন দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, আস্তানার ভেতরে দুই জন নারী রয়েছেন। তাদের একজন জঙ্গি নেতা মেজর জাহাঙ্গীরের স্ত্রী থাকতে পারেন।এদিকে সকাল পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান পৌঁছান।
No comments: