বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চার আসর মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ টেস্ট দলের মুশফিকুর রহিম। সিলেটের হয়ে প্রথম দুই মৌসুম খেলা মুশফিক রাজশাহী ও বরিশালের হয়ে শেষ দুই মৌসুমে বিপিএল খেলেছিলেন।
চার মৌসুমে ৪৬ ম্যাচ খেলা মুশফিক ৩৬ গড় ও ১২৮ স্ট্রাইক রেটে ১১৭২ রান করেছেন। মুশফিকের পরেই মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থান।
বরিশাল, খুলনা ও চিটাগং ভিত্তিক ফ্রেঞ্চাইজির হয়ে চার বিপিএলে ৫১ ম্যাচ খেলে ২৭ গড় ও ১১২ স্ট্রাইক রেটে ১০৮৮ রান করেছেন মাহমুদুল্লাহ।
অপেক্ষাকৃত কম ম্যাচ খেলায় এই তালিকায় কিছুটা পিছিয়ে আসছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চিটাগং ও রাজশাহীর হয়ে বিপিএলের তিনটি আসরে অংশ নিয়েছেন তিনি। ১১৮ স্ট্রাইক রেট ও ৩৫ গড়ে ১১২৬ রান এসেছে তামিমের ব্যাট থেকে।
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন এই তালিকায়। ঢাকা, খুলনা ও রংপুরের হয়ে বিপিএল খেলা সাকিব ৪৮ ম্যাচে ২৬ গড় ও ১৩৬ স্ট্রাইক রেটে ৯৭১ রান করেছেন।
সেরা পাঁচে এক মাত্র বিদেশী হিসেবে আছেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২৭ ম্যাচে ৪০ গড় ও ১৩২ স্ট্রাইক রেটে ৯২৪ রান করেছেন শেহজাদ।
No comments: