মিয়ানমারের রহিঙ্গাদের উপর জুলুমটি এক বিভীষিকাময় জুলুমের দৃষ্টান্ত !!
ইতিহাস কথা বলে !! হ্যাঁ এবং বলে !! সেই বিশ্ব জুলুম নামধারী নমরূদ, ফেরাউন !! তাদের জুলুম তাদের শোষন, নির্যাতন ও মন গড়া কিংবা নিজেদের তৈরি কুসংস্কার মূলক আইন প্রথা অনুসারে চলত তাদের শাসন নামক শোষনামল !! কোথায় তারা ? আমাদের সকলেরই তা কম বেশি জানা।
ঠিক তেমনি পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজ, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি মিয়ানমারের রহিঙ্গাদের উপর এক বিভীষিকাময় জুলুমের দৃষ্টান্ত মূলক বিশ্বরেকর্ড এর তালিকায় সুচি নিজেকে শীর্ষ স্থানের জুলুমবাজ ও হায়েনা হিসাবে নেক্কারজনক পদকে অভিহিত করল। পৃথিবীর শীর্ষ জুলুমবাজদের হার মানিয়ে দিল মিয়ানমারের সুচি !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় তিনি শ্রেষ্ঠ জুলুমবাজ !! সে কিনা বিশ্ব-শান্তি নোবেল পুরুষ্কার ধারী!!! তাহলে কি জাতিসংঘ বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজকারিনী সুচিকে জুলুম জোরে সোরে চালানোর জন্যই পুরুস্কৃত করল ? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল ।
No comments: