sponsor

sponsor
এস,এস কানেকশনস্. Theme images by kelvinjay. Powered by Blogger.

Slider

Updates

updates

National News

News

More News

Life & style

Games

Sports

World News

» »Unlabelled » হাজারীবাগে মাথার মগজ বের হওয়া, শরীরের বিভিন্ন কাটা জখম ও গলায় গামছা পেচনো অবস্থায় অপরিচিত এক মহিলার লাশ উদ্ধার !!


হাজারীবাগে মগজ বের হওয়া, মারাত্মক কাটা জখম গলায় গামছা পেচনো অবস্থায় অপরিচিত এক মহিলার লাশ উদ্ধার !!

গত ইং-০১/০৭/১৭ তারিখ সকাল অনুমান ০৯.৪০ ঘটিকার সময় হাজারীবাগ থানা এলাকার ৩/৩ সনাতনগড়স্থ বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি অজ্ঞাতনামা মৃত ব্যক্তির মাথা, মুখ মন্ডলসহ ঘাড় পর্যন্ত প্লাষ্টিকের সাদা বস্তা দিয়ে এবং ঘাড় হতে সমস্ত শরীর ও পায়ের গিরা পর্যন্ত খয়েরী রং এর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

উপস্থিত লোকজনের সহায়তায় মৃত ব্যক্তির মাথা এবং সমস্ত শরীরে থাকা সাদা প্লাষ্টিকের বস্তা ও খয়েরী রংয়ের কাপড় সরিয়ে দেখা যায় যে, মৃত ব্যক্তি একজন মহিলা। মৃত মহিলার বয়স অনুমান ৪৫ বছর, লম্বা অনুমান ৫’- ২”, গায়ের রং উজ্জল শ্যামলা, মৃতার মাথার বিভিন্ন স্থানে এবং কপালের সামনের দিকে ধারালো অস্ত্রের গুরুত্বর রক্তা্ক্ত কাটা জখম সহ মাথার বিভিন্ন স্থান ও কপাল এর কাটা স্থান রক্ত ক্ষরণ ও মগজ বের হতে দেখা যায়। 
এ ছাড়া মৃতার গলায় চেক লাল রংয়ের সূতি গামছা পেচানো। মৃত দেহ দেখে লোকজনের ধারনা হয় যে, গত ৩০/০৬/১৭ তারিখ দিবাগত রাত হতে ০১/০৭/১৭ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় কে বা কারা অজ্ঞাত স্থানে মহিলাকে ধারলো অস্ত্র দিয়ে কপাল সহ মাথার বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তা্ক্ত কাটা জখম সহ গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার জন্য সনাতন গড় শাহী মসজিদের গলিতে রাস্তার উপর ফেলে চলে যায়। 
                            
হাজারীবাগ থানা পুলিশ মৃতার সুরতহাল প্রস্তুত করে লাশের ময়না তদন্তের নিমিত্তে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মর্গে  প্রেরণ করেন। মৃতদেহের সাথে থাকা রক্তমাখা সাদা প্লাষ্টিকের বস্তা, গামছা, খয়েরী রংয়ের পেষ্টিং কাপড় উপস্থিত সাক্ষীদের মেকাবেলায় পুলিশ জব্দ করেন। অপরিচিত মৃত মহিলার পরিচয় জানার জন্য পুলিশ যাবতীয় পদক্ষেপ গ্রহন করে। মৃতার দেহে সনাক্ত করার মত কোন শাখা সিঁদুর না থাকায় মৃত মহিলা মুসলিম ধর্মাবলম্বী বলে ধারনা হয়।

 ঘটনাটি হত্যা ঘটনা বিধায় এই বিষয়ে হাজারীবাগ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ রেজাউল করিম বাদি হয়ে হাজারীবাগ থানায় এজাহার দেন। হত্যা মামলা রেকর্ড করা হয়। মামলা নং-০১ তারিখ-০১ ই জুলাই’২০১৭ ধারা-৩০২/৩৪/২০১ পিসি। মামলাটির তদন্ত চলছে। এখনও পর্যন্ত মৃত অপরিচিত মহিলার কোন নাম-পরিচয় পাওয়া যায় নি। যদি কোন ব্যক্তি মহিলাটির নাম-ঠিকানা জানেন বা মহিলাকে চিনেন তাহলে হাজারীবাগ থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply