এবার প্লাস্টিকের বাঁধাকপি! ভারতের বাজারে [ভিডিও]
প্লাস্টিকের ডিম ও চালের অভিযোগ ওঠার পর এবার প্লাস্টিকের তৈরি বাঁধাকপির অভিযোগ উঠেছে।
সম্প্রতি ভারতের বাজারে এই বাঁধাকপির সন্ধান মিলেছে বলে জানিয়েছে দেশটির অনলাইন নিউজপোর্টাল এবেলা.ইন।
এবেলার প্রতিবেদনে বলা হয় প্লাস্টিকের তৈরি বাঁধাকপি খেয়ে হুগলীর রিষড়ার দুই জন অসুস্থ হয়ে পড়েছেন।
রিষড়ার বাসিন্দা সঞ্জয় ঠাকুর গত সোমবার স্থানীয় বাজার থেকে এই কপি কিনে আনেন। তারপর ওই ভারতের বাজারে এবার প্লাস্টিকের বাঁধাকপি! [ভিডিও]প্লাস্টিকের তৈরি বাঁধাকপি খেয়ে তার পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েন।
পরে ওই কপির পাতাগুলো আগুনে পোড়ালে দেখা যায় সেটি থেকে প্লাস্টিক পোড়ার মতো গন্ধ বেরোচ্ছে। তারপর স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান সঞ্জয়।
এদিকে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, অযথা গুজব না ছড়িয়ে এই কপি আসল না কৃত্রিম তা প্রমাণে তদন্ত চলছে। এরপর ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments: