সাকিব-তামিমদের ৬ কোটি টাকার বোনাস দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড!!
অবশেষে এলো জয়। দীর্ঘ ১১ বছর পরে মুখোমুখি হয়ে প্রথম টেস্টেই কাঙ্খিত জয় তুলে নিয়েছে মুশফিক বাহিনী। প্রথম ম্যাচের চতুর্থ দিনে ২০ রানের জয় তুলে নেয় সাকিব-তামিমরা।
বিশ্বের অন্যতম শক্তিশালী দলটিকে এক দিনের ম্যাচে হারালেও এবারই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল। আর এই জয় এনে দেশবাসীকে সুখী করার জন্য সাকিব-তামিমদের ৬ কোটি টাকার বোনাস দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাসমুল হাসান পাপন।
খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বেরুনোর সময় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের কারণে দলের খোলায়াড়দের ২কোটি টাকার প্রণোদনা ভাতা দেওয়া হবে।
তিনি জানান, আগামীকালের মধ্যে এই দুই কোটি টাকার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে ওঠার জন্য আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকা আগামীকাল বৃহস্পতিবার খেলোয়াড়দের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
এদিকে টেস্টে মাশরাফি না থাকলেও ওই বোনাসের ভাগ পাবেন তিনিও। কারণ আইসিসি থেকে পাওয়া চার কোটি টাকার মধ্যে অংশীদার মাশরাফিও।
উল্লেখ, অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে বাংলাদেশের জয় পৌঁছাল দুই অঙ্কে, ১০১ টেস্টে ১০টি। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
No comments: