যশোরে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত্য চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের অভিযোগ এনেছেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, চিকিৎসক আবদুল্লাহ আল মামুন পরিবার নিয়ে যশোর শহরের ষষ্ঠিতলা পিটিআই রোডে বসবাস করেন। তিনি যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করেন। শেষে ডা. মামুন অন্য এক নারীকে বিয়ে করতে চাইলে স্ত্রী হাবিবা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার তিনি হাবিবাকে মারপিট করেন। মারপিটে আহত হাবিবা সুলতানা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাবিবার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
কোতয়ালী থানার এসআই হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তিনি অভিযুক্ত চিকিৎসকের বাসভবন পরিদর্শন করেছেন। আহত হাবিবা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্ত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, 'এটা পারিবারিক ব্যাপার।
No comments: