sponsor

sponsor
এস,এস কানেকশনস্. Theme images by kelvinjay. Powered by Blogger.

Slider

Updates

updates

National News

News

More News

Life & style

Games

Sports

World News

» »Unlabelled » যশোর ঝিনাইদহে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’ সুবাহানাল্লাহ!!

ঝিনাইদহের কালীগঞ্জে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো আরবি হরফযুক্ত ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’।  বিষয়টি দেখার পর এলাকায় হই-হই পড়ে যায় এবং উপস্থিত লোকজন তা ছবি ও ভিডিও করে রাখেন।  ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া হাসপাতাল সড়কের পাশের কবরস্থানে এ ঘটনাটি ঘটে।  তবে স্থানীয় মানুষজন এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন। 

জানা গেছে, দুইদিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় পর গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে দাফন করা হবে।  কবর খোড়াও সম্পন্ন।  
হঠাৎ-ই বৃষ্টি নামে।  কবর খোড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে, সে জন্য সাদা পলিথন দিয়ে ঢেকে দিলো।  ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠলো আরবি হরফে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’।  আরো দেখা গেল- পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি  মিনার আকৃতির ছবি।  

মৃত শিশুর চাচা জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে।  শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেবার পর সে মারা যায়।  এরপর মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোড়া হয়।  এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয়, যাতে পানি না ঢোকে।  তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়।  তবে কিছুক্ষেণর মধ্যে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’ শব্দটি মুছে যায়।  তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল।  তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে।  এর পরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন সম্পন্ন করা হয়। 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply