ভয়াবহ খাদ্য বিপর্যয় সীমান্তে, খাদ্যাভাবে ও ক্ষুধার্ত রোহিঙ্গারা!
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় প্রাণ রক্ষার্থে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসছে। পালিয়ে আসা এসব রোহিঙ্গারা খাদ্যের অভাবে কাতর হয়ে পড়েছে। সীমান্ত পাড়ি দেয়ার ১০ ঘন্টা পর কিছু শুকনো খাবার পেলেই ক্ষুদার্থ ছেলে-বুড়ো সকলেই হুমড়ি খেয়ে পড়ছে।
এদিকে বাংলাদেশ সীমান্তে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খোলা মাঠে তাবুতে কোনো রকমে ঠাঁই হলেও দেখা দিয়েছে খাদ্য ও অর্থ সংকট। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন শারিরীক দুর্বলতার কারণে।
নারী-শিশুদের কষ্ট দেখে স্থানীয় বান্দরবান ও কক্সবাজারের মানুষ সহায়তার দিলেও তা নিতান্তই অপ্রতুল। এ অবস্থায় দেশি-বিদেশি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষুধায় দুর্বল হয়ে পড়ছেন, বয়স্করা ঠিক মতো দাঁড়াতে পারছেন না। এর মধ্যেই চিন্তার ভাঁজ কপালে। ওপারে ফেলে আসা স্বজনদের জন্য ফেলছেন চোখের পানি।
সীমান্তে প্রতিদিন বাড়ছে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা। ক্রমেই আরও জঠিল হচ্ছে পরিস্থিতি। খাবারের সংকট বাড়ছে। ঘুমধুম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, আমরা এলাকাবাসী যেভাবে পারছি সাহায্য করছি। কিন্তু মানুষের তুলনায় তা খুবই অল্প।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো সবকিছু করছে। সূত্রঃ অনলাইন।
No comments: