**ঈদ মোবারক** পবিত্র ঈদুর আযহার শুভেচ্ছা ।
এস, এস কানেকশনের সকল প্রতিষ্ঠোনের পক্ষ হতে সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুর আযহার শুভেচ্ছা । **ঈদ মোবারক** ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ !! পরিবার পরিজন সহ পাড়া প্রতিবেশীদের নিয়ে অতি আনন্দের সহিত শান্তি প্রিয়ভাবে কাটুক ঈদুল আযহার মহাউৎসব। মুসলিম সম্প্রদায়ে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে ও সন্তুষ্টি চিত্তে ত্যাগ স্বীকারে এই কোরবানী অন্যতম একটি এবাদত !!
সুবাহানাল্লাহ!! মহান আমাদের মহা-প্রতিপালক!! সকল প্রশংসা শুধু তারই জন্য। একই সংগে মানব কল্যানে ও পরিবেশগত মান বজায় রাখার জন্য আপনারা যে যার কোরবানীর পশুকে নির্ধারিত স্থানে কোরবানী দিন। পরিষ্কার পরিছন্নতা বজায় রেখে দেশ ও জনস্বার্থে স্বার্থে পরিবেশ গত মান অক্ষুন্ন রাখার জন্য এবং ঈদুল আযহার পবিত্রতা বজায় রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। আবারও সকলকে ঈদের অফুরন্ত শুভেচ্ছা!
সৌজন্যে এস,এস কানেকশনস্.
No comments: