রাখাইনে সহিংসতা চলছেই। বসত ভিটায় আজো দেয়া হয়েছে আগুন। পুড়ছে গ্রামের পর গ্রাম। প্রাণ বাঁচাতে প্রতিদিন বাংলাদেশে আসছে হাজার হাজার রোহিঙ্গা। সীমান্তে তাবু টানিয়ে কোনরকমে মাথা গোজার ঠাঁই করে নিচ্ছে অনেকে। অন্যদিকে, দুর্গম পথ পাড়ি দিয়ে আশ্রয় নেয়া নারী ও শিশুরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।
আন্তর্জাতিকভাবে চাপের মুখে মিয়ানমার। রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মত নিন্দার পর এবার নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার করেছেন।
স্যাটেলাইট থেকে তোলা রাখাইন রাজ্যের অনেক ছবি বিশ্লেষণ করে অ্যামনেষ্টি বলছে, সেখানে গত তিন সপ্তাহে আশিটিরও বেশি স্থানে বিশাল এলাকা পুড়িয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সহযোগী স্থানীয় গোষ্ঠীগুলো এই কাজ করছে বলে অ্যামনেষ্টি তাদের রিপোর্টে উল্লেখ করছে।
No comments: