বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে আন্টার্কটিকায় ভেঙে গেল বিশালাকৃতির একটি হিমশৈল। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে পশ্চিম আন্টার্কটিকার লারসেন সি হিমশৈল থেকে ভেঙে ৫ হাজার ৮০০ স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই হিমশৈলটি আলাদা হয়ে যায়। তবে ভেঙে আলাদা হয়ে যাওয়ার আগেও এই হিমশৈলটি সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল।
তাই এখনই সমুদ্রপৃষ্ঠের কোনো বদল হওয়ার আশঙ্কা নেই বলে জানা গিয়েছে। তবে ৩৫০ মিটার পুরু এই হিমশৈলটি ভেঙে আলাদা হয়ে যাওয়ায় লারসেন সি’র মোট আয়তনের প্রায় ১২ শতাংশ কমে গেল। আন্টার্কটিকায় প্রায় নিয়মিতভাবে হিমশৈল ভাঙলেও এই হিমশৈলটি আয়তনে বিশাল হওয়ায়, সমুদ্রে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য হিমশৈলটির উপর বিশেষ নজর রাখা হয়েছে।সূত্রঃ অনলাইন।
No comments: