জাফর উল্লাহ’র হৃৎপিণ্ডে ডুয়েল চেম্বার পেস মেকার প্রতিস্থাপনের নেতৃত্ব দেন শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মেডিসিন, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন। তার সাথে অপারেশন টিমে উপস্থিত ছিলেন ডা. মাহফুজুর রহমান ও ডা. এমডি সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স শামিমা ইয়াসমিন ও টেকনোলজিস্ট গোলাম মোস্তফা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জাফর উল্লাহ নামে এক রোগীর হৃৎপিণ্ডে প্রথমবারের মতো ডুয়েল চেম্বার পেস মেকার প্রতিস্থাপন সম্পূন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৪৫ মিনিটে এই সফল অপারেশন করা হয়। রোগীকে পেস মেকার বসাতে হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারি খরচ দিতে হয়েছে মাত্র দুই হাজার টাকা।
এ ব্যাপারে ডা. এম সালেহ উদ্দীন বলেন, একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ডে স্বাভাবিক স্পন্দনের গতি থাকে প্রতি মিনিটে ৬০ থেকে ৯০ বার। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কারণে এই স্বাভাবিক স্পন্দন ব্যাহত ঘটে। সুস্থ ও ছন্দময় জীবন-যাপনের জন্য হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন অতি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, রোগী জাফর উল্লাহ’র হৃৎপিণ্ডে ডুয়েল চেম্বার পালস জেনারেটরের (পেস মেকার) সঙ্গে দুটি লিড লাগানো হয়েছে, একটি ডান এট্রিয়ামের সঙ্গে ও অন্যটি ডান ভেন্ট্রিকেলের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিনিয়ত এই হাসপাতালে এমন রোগে আক্রান্ত রোগীদের হৃৎপিণ্ডে পেস মেকার প্রতিস্থাপন করা সম্ভব। তবে অপারেশনে সহযোগিতা করতে প্রয়োজন আরো চিকিৎসক ও টেকনোলজিস্ট।
উল্লেখ্য, এর আগে এই হাসপাতালে প্রথমবারের মতো হার্টে এনজিও গ্রাম পরীক্ষা এবং ১টি, ২টি এবং ৩টি পর্যন্ত রিং প্রতিস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই হাসপাতালে প্রথমবারের মতো হার্টে এনজিও গ্রাম পরীক্ষা এবং ১টি, ২টি এবং ৩টি পর্যন্ত রিং প্রতিস্থাপন করা হয়েছে।
No comments: